বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝিতে শেষ হবে না: সারজিস আলম হত্যাচেষ্টা মামলায় সালমান ও পলক ফের রিমান্ডে ১২ জেলায় রেজিস্ট্রার বদলির প্রস্তাব অনুমোদন ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড পুলিশ পরিচয়ে আ’লীগ কর্মীকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ: যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল ৪ কমিশন টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল

প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন ২১ মে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯ বার পড়া হয়েছে

প্রযোজক ও পরিবেশক সমিতিকে বলা হয় চলচ্চিত্রের ‘মাদার অরগানাইজেশন’। এক দশক ধরে এই সমিতি নির্বাচিত কমিটির মাধ্যমে খুব একটা পরিচালিত হয়নি। নির্বাচন নিয়ে মামলা-মোকদ্দমার কারণে ২০১২ সালের পর থেকে সমিতির কার্যক্রম চলছিল প্রশাসক নিয়োগের মাধ্যমে। ২০১৯ সালের ২৭ জুলাই আসে নির্বাচিত কমিটি।

খোরশেদ আলম খসরু ও সামসুল আলমের নেতৃত্বে কমিটি বেশ কিছু উদ্যোগও নেয়। কিন্তু ২০২০ সালের ১৬ নভেম্বর অভিনেতা জায়েদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল হয় সেই কমিটি। আদালতে গিয়েও লাভ হয়নি। আবারও নিয়োগ দেওয়া হয় প্রশাসক। অবশেষে সমিতিতে আবার নির্বাচন হতে যাচ্ছে।

২১ মে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকাল আমাদের জানানো হয় নির্বাচনের কথা। ২১ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার আগে এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। ’

সমিতির বর্তমান প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হক গত ১৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য বোর্ড ও আপিল বোর্ড গঠন করেন। বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১, বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর ২৪ (১) এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতির সংঘ স্মারক ও স্মারকবিধির ২৫ (ঘ) মোতাবেক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্নের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-৪ শাখা) মো. আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব (এফটিএ-৪ শাখা) আশরাফুর রহমান ও উপসচিব (রপ্তানি শাখা-৭) মো. আমিনুল ইসলাম।

আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইআইটি-২) এ কে এম আলী আহাদ খান। সদস্য হিসেবে রয়েছেন একই মন্ত্রণালয়ের উপসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার ও উপসচিব (প্রশাসন-১ শাখা) তরফদার সোহেল রহমান।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com