বাংলা৭১নিউজ, ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু বলিউড তারকাই নন। তিনি হলিউডেও কাজ করছেন সমানতালে। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে কাজ শুরু করার পর থেকে আন্তর্জাতিক তারকা তকমাটাও পেয়েছেন তিনি। এবার টাইম ম্যাগাজিন ২০১৬-এর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।
শুধু তাই নয় টাইম ম্যাগাজিনের ছয়টি বিশেষ সংস্করণের একটির প্রচ্ছদে দেখা যাবে প্রিয়াঙ্কার ছবি। অন্য পাঁচটি সংস্করণের প্রচ্ছদে থাকছে লিওনার্দো ডি ক্যাপ্রিও, নিকি মিনাজ, মার্ক জাকারবার্গ এবং প্রিসসিলা চ্যান, ক্রিসটাইন লাগার্দে, লিন-ম্যানুয়েল মিরান্ডা।’
মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের অনভূতি জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘দিনের শুরুটা অসাধারণ হলো। ১০০ জন সেরা অর্জনকারী ব্যক্তিদের মধ্যে একজন। নিজেকে বিনীত, কৃতজ্ঞ এবং আবেগআপ্লুত মনে হচ্ছে।’
এবিসি চ্যানেলের টিভি সিরিয়াল কোয়ান্টিকোর মধ্য দিয়ে হলিউডে রাতারাতি খ্যাতি পান প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড সিনেমা বেওয়াচ-এ অভিনয় করছেন তিনি। কোয়ান্টিকোর জন্য পেয়েছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার। চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের প্রেজেন্টার হিসেবে দেখা গেছে তাকে। এছাড়া জিমি কিমেল এবং জিমি ফ্যালনের জনপ্রিয় টক শো অনুষ্ঠানে দেখা গেছে তাকে।
১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় শোবিজ অঙ্গনের আরো যারা রয়েছেন তারা হলেন- অ্যাডেল, মেলিসা ম্যাকার্থি, শার্লিজ থেরন, জুলিয়া লুইস-ড্রেফাস, কেনড্রিক ল্যামার, কেইটলিন জেনার, অস্কার ইসাক, তারাজি পি হেনসন, অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং ইন্দ্রিস এলবা।
বাংলা৭১নিউজ/বিকে