বুধবার, ২৬ জুন ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বরিশাল পাসপোর্ট অফিসে ছদ্মবেশে ফের দুদকের অভিযান কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ১৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের উপমন্ত্রীর সাক্ষাৎ পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবির দল খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগির কর্মসূচি: ফখরুল ‘দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি’ ক্ষমা চাইলেন শান্ত বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ঈদ যাত্রার ১৩ দিনে সড়কে নিহত ২৩০ জন : বিআরটিএ প্যানারমিক সানরুফসহ যেসব সুবিধা থাকছে নতুন মাহিন্দ্রা থারে গঙ্গার পানিবণ্টন নিয়ে মমতার অভিযোগ খারিজ মোদী সরকারের মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর উপকূলে নাজুক বেড়িবাঁধ যেন মরণ ফাঁদ রাষ্ট্রপতির সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ বিকাশে সম্মানী পাবেন ৪র্থ অর্থনৈতিক শুমারির কর্মীরা গোপন চুক্তি করলে এখন বিএনপি ক্ষমতায় থাকতো : মির্জা ফখরুল ২৭ জুন পদ্মা সেতুর ৩১৪ কোটি টাকার চেক হস্তান্তর : সেতুমন্ত্রী ‘সামাজিক বিচারের মাধ্যমে মামলা কমিয়ে আনা সম্ভব’

প্রধানমন্ত্রীর পরিবারের নামে প্রতারণার মামলায় এফআরটি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে প্রতারণা করে মোট ১৭ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের দাখিল করা ফাইনাল রিপোর্ট (এফআরটি) গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম এই এফআরটি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগকারীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার মামলার সুপারিশ নাকচ করা হয়েছে। রমনা থানার ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় ওই এফআরটি দাখিল করেন।

আদালত সূত্র জানায়, রাজশাহী জেলার বাঘমারা মোহনপুর থেকে দুইবার নির্বাচিত সাবেক এমপি মো. আবু হেনা বাদী হয়ে গত বছরের ২৩ জুলাই রাজধানীর রমনা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালে আসামি মো. কামরুল হাসান সুজন জানায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে হেনার মনোনয়ন নিশ্চিত।

২০০৮ সালে বিএনপি আমাকে মনোনয়ন না দেয়ায় এটা (আওয়ামী লীগের মনোনয়ন) সুখবর বলে মনে করেন হেনা। ইতোমধ্যেই ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেয়ায় অর্থ উপদেষ্টার একটি নতুন সৃষ্টির কথা শোনা যায়।

সুজন জানায় যে, সুনামগঞ্জ থেকে একজনের নাম প্রস্তাব করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা হেনাকে ওই পদের জন্য উপযুক্ত বলে মনে করেন। এ সময় জাহাঙ্গীর নামক কথিত এপিএস ফোন করে এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের আগ্রহের কথা হেনাকে বলেন। এ পদ পেতে হেনা আগ্রহ প্রকাশ করে।

সেলিনা রহমান নামের একজন নিজেকে প্রধানমন্ত্রীর পরিবারে সম্পৃক্ত পরিচয় দিয়ে হেনাকে ভাগ্যবান বলে সম্মোধন করেন। তার সঙ্গেও মোবাইলে বহুবার কথা হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রী হেনাকে দেখা করতে বলেছেন। সাক্ষাতের প্রস্তুতি হিসাবে কয়েটি দামি শাড়ী কেনা হবে এবং সাক্ষাতের দিন শাড়ীগুলো হেনার হাত দিয়ে দেয়া হবে। তার কথার ওপর বিশ্বাস করে সুজনকে ১ লাখ ৪৫ হাজার টাকা দেয়া হয়। সব চূড়ান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আরও ১৩ লাখ টাকার উপহার প্রয়োজন বলে জানায় সুজন।

৯ জুলাই ওই টাকাও দেয় হয় সুজনকে। এর পরের দিন সুজন জানায় যে সেলিনা রহমান অসন্তুষ্ট। তাকে সন্তুষ্ট করার জন্য ১৬ জুলাই সুজনের হাতে আরও ৩ লাখ টাকা দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নাম ব্যবহার করে ‘হেনা আঙ্কেন’ সম্বোধন করে জানায় যে, তার এক বান্ধবীকে স্বর্ণালংকার উপহার দিতে ১০ লাখ টাকা লাগবে। পরের দিন জাহাঙ্গীরকে এ কথা জানানোর পর সে জানায় সকাল ৯টার মধ্যে ১০ লাখ টাকা লাগবে।

তাদের কথায় সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় টাকা দেয়ার কথা বলে ২২ জুলাই সুজনকে আটক করা হয়। এভাবে তিন জন প্রতারক প্রধানমন্ত্রীর পরিবারের সম্মান হানীর জন্য সর্বমোট ১৭ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com