বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ: রেজাউল করিম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ১৫৩ বার পড়া হয়েছে
এসসিবি চেয়ারম্যান মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ-কে দেখা যাচ্ছে।

বাংলা৭১নিউজ, ঢাকা: গ্লোবাল শিপার্স এ্যালায়েন্সে (জিএসএ) এবং এশিয়ান শিপার্স এ্যালায়েন্স (এএসএ) এর সভা ২৫-২৭ মার্চ হংকং ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হয়। হংকং শিপার্স কাউন্সিল ও ম্যাকাও শিপার্স এসোসিয়েশন এই সভার আয়োজন করে।

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ(এসসিবি) এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ২(দুই) সদস্যের একটি প্রতিনিধি দল উক্ত সভায় যোগদান করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হচ্ছেন কাউন্সিলের পরিচালক আরজু রহমান ভূঁইয়া।

সভায় মেরিটাইম ইস্যু ও বাণিজ্য সুবিধা ও পরিকল্পনা-২০১৮, অবকাঠামোগত নতুন প্রযুক্তি অন্বেষণ, বিনিয়োগ পরিবেশ এবং বিশ্বব্যাপি ক্রমবর্ধমান রক্ষনশীলতা ও বাণিজ্য যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতিতে হুমকির সম্ভাবনার বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইইউ’র মধ্যে বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব কমানোর প্রচেষ্টা নেয়ার জন্য ইইউ ট্রেড কমিশনারকে আহবান জানানো হয়।

এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতিসাধনের টুল্স যেমন উচ্চহারে করারোপ, কোটা বা নন-টারিফ ব্যবস্থাসমূহের নেতিবাচক প্রভাবের উপরও আলোচনা করা হয়।

এসসিবি’র চেয়ারম্যান ও এশিয়ার শিপার্স এ্যালায়েন্স এর ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। উন্নয়নশীল দেশ হিসেবে টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বন্দর সমূহের সক্ষমতা বৃদ্ধি অতি জরুরী।

সে প্রেক্ষাপটে ২৪ মার্চ শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর পক্ষ থেকে বন্দরের সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় বলে তিনি অবহিত করেন। তাছাড়া বাংলাদেশ সরকার ইতোমধ্যে বন্দর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে হংকং শিপার্স কাউন্সিল, ম্যাকাও শিপার্স এসোসিয়েশন, থাই ন্যাশনাল শিপার্স কাউন্সিল, ইউরোপিয়ান শিপার্স কাউন্সিল, মালয়শিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিল, শ্রীলঙ্কা শিপার্স কাউন্সিল এবং ইন্দোনেশিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিল এর প্রতিনিধিবৃন্দও যোগদান করেন।

বাংলা৭১নিউজ/প্রেস বিজ্ঞপ্তি/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com