প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা মারা গেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রওশন রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নভেম্বর মাসের শেষ দিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ড. মসিউর রহমান ও তার স্ত্রী রওশন রহমান ইভা। তবে সর্বশেষ পরীক্ষায় তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে।
এদিকে রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলা৭১নিউজ/এমএস