বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ এবি ব্যাংক ‘সম্পূর্ণা’ গ্রাহকের পরিবারের হাতে তুলে দিলো আর্থিক সহায়তা বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা শিক্ষা ভবনের সামনে পুলিশ-আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর পটুয়াখালীতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স ডা. ফয়েজ হত্যা : ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না বিএনপি বাবরকে বরণে নেত্রকোনা থেকে ৩০ হাজার মানুষ ঢাকায় জনগণ আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না ১০ বছর বয়সী নাগরিকদের এনআইডি দেওয়ার সুপারিশ ইসলামী ব্যাংকের পল্টন শাখার এটিএম-সিআরএম বুথ উদ্বোধন পূবালী ব্যাংকে প্রথম নারী ডিএমডি সুলতানা সরিফুন নাহার পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই : শফিকুর রহমান শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার নির্বাচনে প্রার্থিতার বয়স ২১ করার সুপারিশ

প্রকাশ্যে মাদরাসার ৩ শিক্ষার্থীর চুল কাটলেন মেয়র

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪ বার পড়া হয়েছে

প্রকাশ্যে তিন শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চুল কেটে দিয়েছেন নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিজের মালিকানাধীন সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে ওই শিক্ষার্থীদের হাত বেঁধে পেটানোর পর স্থানীয় বাসস্ট্যান্ডে নিয়ে শত শত মানুষের সামনেই চুল কেটে দেওয়া হয়।

নির্যাতনের শিকার ওই তিন শিক্ষার্থী হলো, গোপালদী মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র বায়েজিদ (১০), হেফজ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও আফরিদ (৮)।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ পাওয়া গেছে, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর মেয়র হালিম শিকদারের লোকজন নির্যাতনের শিকার শিশুদের পরিবারের ওপর থানায় অভিযোগ না করতে হুমকি দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানায়, রামচন্দ্রদী গ্রামে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাট-বল্টু নিয়ে খেলছিল তিন শিক্ষার্থী। বিষয়টি মিলের লোকজন মেয়রকে জানায়। পরে ওই শিক্ষার্থীদের বাড়ি থেকে তুলে মিলের ভেতরে নিয়ে হাত বেঁধে মেয়র হালিম শিকদারের সামনে অমানুষিক নির্যাতন চালায়।

এ সময় শিশুদের স্বজনরা মিনতি করলেও মন গলেনি মেয়রের। পরে আশপাশের লোকজন জড়ো হলে তিন শিশুকে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে নিয়ে শত শত মানুষের সামনে মাথার চুল কেটে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

নির্যাতনে শিকার শিশু বায়েজিদের বাবা জাহাঙ্গীর বলেন, কোনো কারণ ছাড়াই আমার ছেলেসহ তিন শিশুকে নির্যাতন করা হয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার গণমাধ্যমকে বলেন, এরা পেশাদার চোর। আগেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কেটে দিয়েছি।

শিশুদের স্বজনদের না ডেকে এমন নির্যাতন করার এখতিয়ার আছে কি না? সাংবাদিকরা জানতে চাইলে মেয়র উল্টো জানতে চান গণমাধ্যমের এমন প্রশ্ন করার এখতিয়ার আছে কি না?

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com