চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আফতাব উদ্দীন তাহসিন হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাহসিন স্থানীয়ভাবে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
গ্রেপ্তাররা হলেন- মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭)।
শুক্রবার (২৫ অক্টোবর) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
জানা গেছে, গত ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী কালো রঙের নোহা গাড়িতে এসে তাহসিনকে গুলি করে চলে যায়। এতে তিনি গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বাবা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেন বাবলার অনুসারীদের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় জড়িত মো. হেলালকে শুক্রবার রাউজান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে একইদিন পাঁচলাইশ থানাধীন হাদুমাঝিপাড়া এলাকা থেকে অভিযুক্ত ইলিয়াছ হোসেন অপুকেও গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
বাংলা৭১নিউজ/একে