সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্যারিসে গিয়ে উর্বশীর কপালে চিন্তার ভাঁজ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে

গত মাসে ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মারা যায় এক কৃষ্ণাঙ্গ যুবক। তারপর থেকে সহিংসতার আগুনে পুড়ছে ফ্রান্স। এখনো দেশটির রাজধানী প্যারিসে বিক্ষোভ চলছে। এ পরিস্থিতিতে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

উর্বশীর সঙ্গে তার টিম রয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে উর্বশী বলেন— ‘আমার সঙ্গে আমার টিম রয়েছে। সত্যি আমি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারতে আমাদের পরিবার আমাদের নিয়ে উদ্বিগ্ন। কারণ তারা প্যারিসের অস্থিরতার খবর পড়েছে। যতটা সম্ভব নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছি।’

ফ্রান্সের সমৃদ্ধ সংস্কৃতির বিষয়টি উল্লেখ করে উর্বশী রাউতেলা বলেন, ‘সুন্দর এই দেশে যে অশান্তি ও বিভাজন তৈরি হয়েছে, তা সামনে থেকে দেখে খারাপ লাগছে। ঐক্য এবং বোঝাপড়ার শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি সহিংসতা শুধু সহিংসতার জন্ম দেয়। কিন্তু সহানুভূতি ক্ষত সারিয়ে সেতুবন্ধন তৈরি করতে পারে।

আসুন আমরা এমন একটি ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে কাজ করি, যেখানে সবাই সম্মানিত এবং মূল্যবান বোধ করেন। আমি সবসময় ফ্রান্সের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসে মুগ্ধ। আমার চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্তদের জন্য রয়েছে।’

তবে এই মুহূর্তে ফ্রান্সের পরিস্থিতি অনেকটা ঠিকঠাক বলে জানিয়েছেন উর্বশী।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com