গত মাসে ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মারা যায় এক কৃষ্ণাঙ্গ যুবক। তারপর থেকে সহিংসতার আগুনে পুড়ছে ফ্রান্স। এখনো দেশটির রাজধানী প্যারিসে বিক্ষোভ চলছে। এ পরিস্থিতিতে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
উর্বশীর সঙ্গে তার টিম রয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে উর্বশী বলেন— ‘আমার সঙ্গে আমার টিম রয়েছে। সত্যি আমি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারতে আমাদের পরিবার আমাদের নিয়ে উদ্বিগ্ন। কারণ তারা প্যারিসের অস্থিরতার খবর পড়েছে। যতটা সম্ভব নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছি।’
ফ্রান্সের সমৃদ্ধ সংস্কৃতির বিষয়টি উল্লেখ করে উর্বশী রাউতেলা বলেন, ‘সুন্দর এই দেশে যে অশান্তি ও বিভাজন তৈরি হয়েছে, তা সামনে থেকে দেখে খারাপ লাগছে। ঐক্য এবং বোঝাপড়ার শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি সহিংসতা শুধু সহিংসতার জন্ম দেয়। কিন্তু সহানুভূতি ক্ষত সারিয়ে সেতুবন্ধন তৈরি করতে পারে।
আসুন আমরা এমন একটি ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে কাজ করি, যেখানে সবাই সম্মানিত এবং মূল্যবান বোধ করেন। আমি সবসময় ফ্রান্সের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসে মুগ্ধ। আমার চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্তদের জন্য রয়েছে।’
তবে এই মুহূর্তে ফ্রান্সের পরিস্থিতি অনেকটা ঠিকঠাক বলে জানিয়েছেন উর্বশী।
২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।
বাংলা৭১নিউজ/এসএইচবি