বাংলা৭১নিউজ: কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন— আবুল হোসেন, ছাদেক, বদি, রমিজ। তারা মগনামা এলাকার বাসিন্দা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নৌকার প্রার্থী আবুল কাশেমের পক্ষে স্থানীয় চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম লোকজন নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন।
এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের লোকজন তাদের বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
গোলাগুলি শুরু হলে উভয়পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল করিম জানান, কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ হয়েছেন বলে তার জানা নেই।
কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের রয়েছে বলেও জানান ইউএনও।
বাংলা৭১নিউজ/এমআচ