নিজেদের ব্যাংকের শেয়ার কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের কর্পোরেট পরিচালক ট্রাউজার লাইন লিমিটেড। ট্রাউজার লাইনের ব্যবস্থাপনা পরিচালক রানা লাইলা হাফিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পূবালী ব্যাংকের ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ২০ লাখ শেয়ার বাজার দরে কিনবেন তিনি।
মঙ্গলবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ১৯৮৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১০২ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ২১৮টি। তার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭ দশমিক ৭৮ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪০ দশমিক ৫৩ শতাংশ শেয়ার।
১ হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকার অনুমোদিত কোম্পানির শেয়ার সোমবার (১৯ জুন) সর্বশেষ লেনদেন হয়েছে ২৫ টাকা ৭০ পয়সায়। আজ মঙ্গলবার (২০ জুন) লেনদেন শুরু হয় ২৫ টাকা ৭০ পয়সাতেই।
ব্যাংকটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের সর্বশেষ ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছরও একই হারে লভ্যাংশ দিয়েছিল।
বাংলা৭১নিউজ/এসএইচবি