সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

পুলিশ-গণসংহতির ধস্তাধস্তি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: পুলিশের সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করতে গেলে সচিবালয়ের সামনে পুলিশ ব্যারিকেড তৈরি করে। পুলিশের ব্যারিকেড ভেঙে গণসংহতি আন্দোলনের মিছিল জ্বালানি মন্ত্রণালয়ের দিকে এগোতে গেলে তখন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

বুধবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন পাপ্পু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে একটি মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ পথে ব্যারিকেড দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে আমাদের উচ্চবাক্য হয়। পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ আমাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও পরে ফের সমাবেশ করি।’

Gas-2

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তৈরি করা হয়েছে এজন্য যে যাতে করে গ্যাস কিংবা বিদ্যুতের মূল্য ও যে সমস্ত জ্বালানি বিষয় আছ-সেগুলোর দাম যেন সরকার ইচ্ছামতো বৃদ্ধি করতে না পারে। এনার্জি রেগুলেটরি কমিশন একটি নিয়ন্ত্রণ কমিশন।’

তিনি বলেন, ‘দেশ কিংবা বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য সরকার কিংবা তার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধি করার প্রস্তাব করলেও ভোক্তাদের জায়গা থেকে তাদের স্বার্থরক্ষার জন্য এই দাম বৃদ্ধি ন্যায়সঙ্গত কিনা-সেটা বিচার করার জন্য মাঝখানের এই প্রতিষ্ঠান হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন।’

গ্যাসের দামবৃদ্ধির কারণে সরকারের সমালোচনা করে সাকী বলেন, ‘তারা দুই পক্ষের বক্তব্য শুনবেন তারপর শুনানি করবেন এবং সিদ্ধান্ত নেবেন গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করার যৌক্তিক কি যৌক্তিক না। সেই এনার্জি রেগুলেটরি কমিশনের আইনে আছে বিশেষ কারণ ছাড়া এক বছরে দুইবার গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না। কিন্তু এই সরকার বিগত ১০ বছরে গ্যাসের দাম বিদ্যুতের দাম উপর্যুপরি বৃদ্ধি করে চলেছে। দেশের বিদ্যুতের একটি বড় অংশ গ্যাস থেকে তৈরি হয়। তাই গ্যাসের দাম বৃদ্ধি মানেই বিদ্যুতের দাম বৃদ্ধি।’

Gas-3

গণসংহতির প্রধান সমন্বয়ক বলেন, ‘নিম্নআয়ের মানুষ, গরীব মানুষ তাদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে একের পর এক তারা গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এইভাবে গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা লুটেরাজদের স্বার্থে দেশের মানুষকে বিপদে ফেলার তৎপরতা জনগণ মানবে না।’

তিনি বলেন, ‘আমরা জনগণের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সরকারের এই অপতৎপরতা রুখে দেব। সেইভাবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গণসংহতি আন্দোলন লড়াই চালিয়ে যাবে।’

বাংলা৭১নিউজ/এসক

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com