বাংলা৭১নিউজ,ঢাকা: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আগামী মাসের মাঝামাঝিতে অবসরে যাওয়ার কথা রয়েছে। তার যাওয়ার আগে ডিএমপিতে এক সঙ্গে এতো বড় রদবদল করা হলো।
অপর এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএমকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম-পিপিএমকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বরকতুউল্লাহ খান বিপিএমকে হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকার পুলিশ সুপার, নাটোর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম-পিপিএমকে ঢাকা রেলওয়ের পুলিশ সুপার, মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার পিপিএমকে রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার, নরসিংদী জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম- পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারকে ডিএমপির উপপুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরীকে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারহাত আহমেদকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ বিপিএম-পিপিএমকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এনএফ