বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে অভিযানে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ মুফিজুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশের দাবি এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুফিজুর ওই এলাকার গোলাম আকবরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মুফিজুরকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুফিজুরের সহযোগীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে মুফিজুর রহমান গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এফ.এ