বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা

দিনাজপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড। ২০২০ সালে বন্ধ হয়ে যায় বৃহৎ এই শিল্পকারখানা। চিনিকলটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রায় দুই বছর সময় লাগবে। মিলে আবার উৎপাদন শুরু হলে হাজারো মানুষের কর্মসংস্থান হবে, তাই খুশি স্থানীয়রা। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন সেতাবগঞ্জ চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল বাশার।

১৯৩৩ সালে ৩ হাজার ৭৮৩ একর জমির ওপর সেতাবগঞ্জ চিনিকল স্থাপন করা হয়। ১৯৮২ সালে এটি আধুনিকীকরণ করা হয়। এই কলে চিনি ছাড়াও তৈরি হতো জৈব সার, চিটাগুড় ও মন্ডা। লোকসানের মুখে ২০২০ সালে বন্ধ হয়ে যায় চিনিকলটি। এতে বিপাকে পড়েন আখ চাষ সংশ্লিষ্ট ৬ হাজার শ্রমিক এবং চিনিকলের ১ হাজার ৯৬ কর্মী। 

স্থানীয় বাসিন্দা আজগর আলী বলেছেন, “এই সুগার মিলে আমার বাপ-দাদা কাজ করেছেন, আমি করেছি। চার বছর ধরে সুগার মিল বন্ধ থাকায় আমার বেহাল দশা। বর্তমান সরকার নাকি আবারও মিলটি চালু করবে। আমি খুবি খুশি। মিল পুনরায় চালু হলে আমরা আবারও নতুন জীবন পাব।”

মিলের কয়েকজন শ্রমিক বলেন, “আমাদের অন্য কোনো কর্ম নেই। এই মিলে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা একেবারে অচল হয়ে পড়েছি। সরকার আবারও মিল চালু করবে। এলাকায় চাষিরা আখ চাষ শুরু করেছেন। মিল চালু হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমরা কাজ পাব। সংসারের সকল কষ্ট দূর হবে।”

সেতাবগঞ্জ চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার বলেছেন, “মিল চালু করার বিষয়টি পর্যাপ্ত আখ চাষের ওপর নির্ভর করছে। ইতোমধ্যে কৃষকরা আখ চাষ শুরু করেছেন। চাহিদা মোতাবেক আখ চাষ করা হবে। আগামী বছর মিল মেরামত করা হবে। মিল চালু করতে ১ হাজার ৯৬ জন লোকের প্রয়োজন। আশা করছি, আগামী প্রায় দুই বছরের মধ্যে মিল চালু হবে।” 

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com