বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান আবু সাঈদ হত্যা মামলায় ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন ৪৬তম শিরোপা জিতে যা বললেন মেসি ডিসি নিয়োগে ঘুস লেনদেন নিয়ে খবরকে ‘ভুয়া’ বললেন জনপ্রশাসন সচিব বেনাপোল দিয়ে ২৭৬ টন ইলিশ রপ্তানি ভারতে লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬ পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা যাত্রীবাহী বাসে তল্লাশি, ১০ কোটি টাকার এলএসডি জব্দ ঢাকা থেকে উপকূলের ৬ রুটে নৌযান চলাচল বন্ধ এবার শামীম ওসমানের দেখা মিলল আমিরাতের শপিং সেন্টারে আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি: ফারুকী ফেঞ্চুগঞ্জ সেতুতে টোল আদায় ফের শুরু হচ্ছে আজ জাতিসংঘে ড. ইউনূসের সফল সফর, চিন্তায় নয়াদিল্লি ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল তেলআবিবে আরেক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার লেবাননে ইসরায়েলি হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত যশোরে পুলিশের অভিযান, আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার

পিরোজপুরে কিশোর হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরে তানভীর আহসান সাকিব নামে এক কিশোর হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের মো. খলিল মোল্লার ছেলে দুলাল মোল্লা (৩৮), একই ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত ওহাব আলী শেখের ছেলে সাইদুল ইসলাম (৩৯) ও শহিদুল ইসলাম (৪২) এবং, কদমতলা গ্রামের মো. আলম শেখের ছেলে বেল্লাল শেখ (৩২)।

খালাসপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পশ্চিম কদমতলা গ্রামের মো. শাহাবুদ্দিন শেখের ছেলে আনিছ শেখ (৩৮) ও একই গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে হাফিজুল শেখ (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ মে রাত সাড়ে ৮টার দিকে তানভীর আহসান সাকিব কিছু বন্ধু-বান্ধব নিয়ে মোটরসাইকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রাম থেকে পোরগোলা গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের জনসংযোগে যান।

সেখান থেকে ফেরার পথে রাত ৯টার দিকে একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ি ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তানভীর আহসান সাকিবকে পিটিয়ে আহত করেন। তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

৭ মে ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীর আহসান সাকিব মারা যান। এ ঘটনায় ৮ মে নিহত সাকিবের মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সরদার ফারুক আহমেদ বলেন, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি পিরোজপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. সেলিম ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com