বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ সদস্যরা পিছু হটেন। ক্যাম্পাসের ভেতর দিয়ে সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা কাঁদানে গ্যাসের ঝাঁজ কমাতে টিএসসি এলাকার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে রেখেছেন। বিভিন্ন আবাসিক হল থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্যে সমাবেশে জড়ো হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন কোটা সংস্কারের সরকারের ঘোষণা আসার আগ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তবে বিকাল ৩টার মধ্যে আটক ছাত্রদের না ছাড়লে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।
জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে বাংলা একাডেমির সামনের সড়কে অবস্থানরত পুলিশ আন্দোলনকারীদের সমাবেশ লক্ষ কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় রাজু ভাস্কর্যের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েনে। অনেকে মুখে কাপড় বেঁধে কাঁদানে গ্যাস উপেক্ষা করেই পুলিশের দিকে ছুটে যায়। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটে দোয়েল চত্বরের দিকে চলে যায়।
বাংলা৭১নিউজ/জেএস