বাংলা৭১নিউজ ডেস্ক:
নিম্নচাপের প্রভাবে টানা বর্ষনে এবার খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- পরিমল চাকমা (৩০), কালেন্দ্রী চাকমা (৪৫), মোহাম্মদ সলিম (৪৩) ও তার মেয়ে তৃষামনি (১০)।
খাগড়াছড়ি’র লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে মঙ্গলবার সকালে পাহাড় ধসে পরিমল ও কালেন্দ্রী চাকমার মৃত্যু হয়।
কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নের কারণে এ তথ্য তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল।
তিনি বলেন, দুর্গম ওই এলাকাটা উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
যার কারণে তথ্যটি পেতে একটু দেরী হয়েছে। এদিকে সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়ায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সকাল ৮টায় হঠাৎ করে পাহাড় ধসে নিহত সলিমের ঘরের উপর পড়ে। এতে বাবা-মেয়ের মৃত্যু হয়।
টেকনাফ থানার ওসি মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস