বাংলা৭১নিউজ,(রাঙামাটি)প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান অন্তত ৭০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত এবং দুই শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার উপজেলার খানসামা সড়কে এই দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার এসআই জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত চালক সাইফুল রাঙামাটির লংগদু উপজেলার মাইনী এলাকার মো. ইসমাঈল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়ার খানাসামা এলাকায় একটি সড়কের নির্মাণকাজ করছেন ঠিকাদার লিয়াকত আলী। সাইটের পানি সংগ্রহের জন্য সাইফুল তার পিকআপ ভ্যান নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি ঝিরিতে যান। সেখান থেকে পানি নিয়ে আসার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাহাড় থেকে ৭০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়।
এ সময় সাইফুল নিহত এবং গাড়িতে থাকা আরও দুই শ্রমিক মহসিন ও মিরাজুল ইসলাম গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেডএ