পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিপাকে ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মৌনি রায়। বুধবার (১২ জুলাই) সকালে মুম্বাই এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফ্লাইট ধরতে আজ সকালে মুম্বাই বিমানবন্দরে যান মৌনি রায়। বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষী তার পাসপোর্ট দেখতে চান; পাসপোর্ট বের করতে গিয়ে দেখেন তা ব্যাগে নেই। কিন্তু পাসপোর্ট ছাড়া মৌনিকে ভেতরে প্রবেশ করতে দেননি নিরাপত্তাকর্মীরা।
এ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পাসপোর্ট না থাকায় গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এই অভিনেত্রী। এ সময় পাপারাজ্জিরা প্রশ্ন করলে মৌনি রায় বলেন, ‘পাসপোর্ট আনতে ভুলে গিয়েছি।’
টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি।
বাংলা৭১নিউজ/এসএইচবি