বাংলা৭১নিউজ, পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া গ্রামে অভি (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয়। আজ সকাল ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অভি শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে এবং আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবারের বরাত দিয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভি ঘুমাতে যায়। রাতে সে ঘর থেকে বাইরে যায়। সকালে প্রতিবেশীরা বাড়ির পাশের মাঠে অভির লাশ দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। অভির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/সিএইস