বাংলা৭১নিউজ, পাবনা: পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চের নৈশ প্রহরী গিলবার্ট কস্তাকে (৬৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবগাত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
গিলবার্ট কস্তা উপজেলার লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক তিনজন হলেন উপজেলার লাউতিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে রাজিব হোসেন (১৮), একই গ্রামের আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৭) ও লাল চাঁনের ছেলে ফরিদ হোসেন (১৮)।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবিব বলেন, রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এ সময় গিলবার্ট চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলা৭১নিউজ/সিএইস