বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণে হাঙরের শুঁটকি জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২০ আগস্ট) দুপুরে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাল সংলগ্ন এলাকা থেকে এসব শুঁটকি জব্দ করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত এসব শুটকির বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকার শুঁটকি পল্লিতে বিপুল পরিমাণে শিকার নিষিদ্ধ হাঙরের শুঁটকি মজুদ রয়েছে। এরপর সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে একটি শুঁটকি পল্লি থেকে ২০ হাজার কেজি (৫০০ মণ) নিষিদ্ধ হাঙর মাছের শুঁটকি জব্দ করে।
এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশান কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল বলেন, অবৈধ হাঙর মাছ উদ্ধারের সময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হাঙর মাছের শুঁটকি পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ