শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

পাঠ্যপুস্তকে ট্রাফিক নিয়ম অন্তর্ভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ১৭৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: ট্রাফিক রুলস’এর ওপর প্রশিক্ষণ প্রদানের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিকের নিয়ম সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। তার নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) একটি চিঠি দেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সারওয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের কোর্স কারিকুলামে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষা শিক্ষার ওপর, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর এবং ট্রাফিক রুলস’এর ওপর প্রশিক্ষণ প্রদানের বিষয়গুলো অন্তুর্ভুক্ত করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায় ‘ট্রাফিক রুলস’এর ওপর প্রশিক্ষণ প্রদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে’ নির্দেশনা বাস্তবায়নপূর্বক গৃহীত অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জানা গেছে, গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। মাউশির সব উইং (বিভাগ) কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি। ট্রাফিক আইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের কারিকুলামে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে। সুপারিশগুলো দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, সুপারিশগুলো শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তা জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটি) পাঠানো হবে। তারা পাঠ্যপুস্তক কারিকুলামে সুপারিশগুলো অন্তর্ভুুক্ত করবে। সূত্র: জাগোনিউজ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com