বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানের পেশাওয়ারের একটি মসজিদে জুমার নামাজ আদায়ের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২৩ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে ২৯ জন।
সহকারী পলিটিক্যাল এজেন্ট নাভিদ আকবর ডন নিউজকে বলেন, আহতদের রাজাউর ও পেশাওয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারী তার কোমরে বাঁধা বিষ্ফোরকের বিষ্ফোরণ ঘটায় মসজিদের বারান্দায় ঢোকার পরপর।
হামলার দায়-দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবান দেশটির অরক্ষিত লক্ষ্যবস্তুতে প্রায়ই হামলা চালিয়ে থাকে। অরক্ষিত লক্ষবস্তু বলতে মসজিদ, স্কুল, আদালত ইত্যাদিকে বোঝানো হচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনী জঙ্গি ঘাঁটি নির্মূলে উত্তর-পশ্চিমাঞ্চলী উপজাতীয় এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। এ অভিযানে ২০০৪ সাল থেকে কয়েক হাজার লোক নিহত হয়েছে। তারপরও বিচ্ছিন্নভাবে এ ধরনের হামলা চালানো হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস