শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাটোরে বাড়িতে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনতাই বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে রূপালী ব্যাংকের পরিচালক হলেন মুজিব আহমদ সিদ্দিকী জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের বিএসএমএমইউতে দুদকের অভিযান লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক নিক্কেই এশিয়ার প্রতিবেদন বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে ঢাকা যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত গাজার পুনর্গঠন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া শাহী মসজিদ বস্তিতে আগুন: চোখের সামনে পুড়ে ছাই ২০ বছরে করা সম্পদ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা : পুলিশ বিদেশি কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায় জামায়াত ভ্যাটিকানের মানব ভ্রাতৃত্ব সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সেবা-কৃষি খাতে মজুরি কমেছে, অপরিবর্তিত শিল্পে ৯ মার্চ থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ কর্মকর্তারা যার পদত্যাগ চান, তাকেই সমাধানের দায়িত্ব দিচ্ছে সরকার

পাকিস্তানে ফের বোমা হামলা, নিহত ৫

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের খুজদার জেলার বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার সকালে জেলার নাল বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। হামলায় ব্যবহৃত বোমাটি ছিল একটি শক্তিশালী ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (এলইডি)। সাধারণত সন্ত্রাসী হামলার ক্ষেত্রে এ ধরনের বোমা ব্যবহার করা হয়।

পুলিশ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে ফিট করা হয়েছিল; আর সেই মোটরসাইকেলটি রাখা হয়েছিল একটি জনসমাগমপূর্ণ স্থানে। বোমা বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। নাল বাজারের যে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটেছে, সেটি কর্ডন করে রাখা হয়েছে।

মাত্র ৩ দিন আগে বেলুচিস্তানের কালাত জেলার মুঘলজাই এলাকায় পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন একজন নারী। তারপর ৪ মার্চ খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২১ জন।

তবে নাল বাজার এলাকার হামলাটি  আত্মঘাতী ছিল না বলে জানিয়েছে পুলিশ।

বেলুচিস্তানের প্রধানমন্ত্রী মির সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন,“সন্ত্রাসবাদকে সমূলে উচ্ছেদ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খুজদারে হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং যারা শান্তি নষ্ট করতে চায়, তাদের সমস্ত অশুভ পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে।”

হামলায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের নির্দেশও দিয়েছেন বুগতি।

প্রসঙ্গত, করোনা মহামারির পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার রীতিমতো উল্লম্ফন ঘটেছে। প্রতি মাসেই বাড়ছে হামলার সংখ্যা। পাকিস্তানের থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায়  ২০২৫ জানুয়ারিতে শতকরা হিসেবে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে ৪২ শতাংশ।

পিক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানজুড়ে ছোটো-বড় সন্ত্রাসী হামলা ঘটেছে অন্তত ৭৪টি। এসব হামলায় প্রাণ হারিয়েছেন মোট ৯১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১৭ জন।। নিহতদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা-সদস্য, ২০ জন বেসামরিক এবং ৩৬ জন সন্ত্রাসী।

সূত্র : জিও নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com