সোমবার, ২৪ জুন ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উঠে যাচ্ছে শেখ হাসিনা সেতুর কার্পেটিং বন্যা পরিস্থিতির উন্নতি খুলে দেওয়া হলো জাফলং ও রাতারগুল তিস্তায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাঙন আতংকে বাসিন্দারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিমি যানজট নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানের র‌্যাংক ব্যাজ পরিধান প্রথম ধাপের ফল রাতে, অপেক্ষায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্থানীয় সরকার সচিবের শ্রদ্ধা ১৫ বছরে বিদেশে গেছেন ১১ লাখ নারী কর্মী, সবচেয়ে বেশি সৌদিতে এপিএ বাস্তবায়নে প্রথম স্থানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মুক্তিযোদ্ধাদের ফলমূল পাঠালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য বিখ্যাত ‘কুইন’ আনারস পাঠাল ভারত বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির আগ্রহ মিশরের পোস্ট অফিসে রাখা ৫৫ কোটি টাকা উধাও, দুদকে নালিশের নির্দেশ তরুণ সাংবাদিকদের ১৮ হাজার ডলার অনুদানের ঘোষণা মা‌র্কিন দূতাবাসের ৫ বিষয়ে নতুন র‌্যাব ডিজির নির্দেশনা, শুদ্ধাচার রক্ষায় হুঁশিয়ারি আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছে: শেখ হাসিনা কাশির সিরাপে নেশা দ্রব্য মিশিয়ে সেবন, দুজনের মৃত্যু আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য স্বাধীনতা : রেলমন্ত্রী ব্যাপারীদের টাকা লুট করে কোরবানি দেন ডাকাত নেতারা

পাকিস্তানের অভ্যন্তরে ভারতের হামলা, ৩০০ নিহতের দাবি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান আশ্রিত জঙ্গীদের আধা সেনা কনভয়ে হামলার পাল্টা হিসেবে ভারতীয় বায়ু সেনা পাল্টা আঘাত করেছে পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গী ঘাঁটিতে। ভারতীয় বায়ুসনা  দাবি করেছে, মক্সগলবার ভোরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে তারা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার  ভোর সাড়ে ৩টে নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে প্রায় ১০০০ কেজি বোমাবর্ষণ করেছে। ২১ মিনিটের পুর্বকল্পিত এই অপারেশনে বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে প্রবেশ ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এর পর বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত।

বায়ুসেনার দাবি, তারা গুঁড়িয়ে দিয়েছে জইশের কন্ট্রোল রুম আলফা-৩। দাবি করা হয়েছে প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গীকে খতম করা সম্ভব হয়েছে। তবে পাকিস্তান বিমানবাহিনী এই হামলার জবাবে মঙ্গলবার সকালে পাল্টা বিমান হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে।

তবে ভারতীয় বায়ুসেনার প্রতিরোধে তারা ফিরে গিয়েছে বলে জানা গেছে। পাকিস্তান সেনারা স্বীকার করেছে, ভারতীয বায়ূ সেনা বিমান পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। তবে পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বায়ুসেনা। তিনি দাবি করেছেন, প্রতিরোধের মুখে ভারতীয় যুদ্ধবিমানগুলি ফিরে গিয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। এদিকে পাকিস্তানে বিমান হানা সম্পর্কে বিভিন্ন সুত্রে বলা হয়েছে,  প্রায় ২১ মিনিট ধরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি।

ভারতীয় সেনা সূত্রের খবর, চকোটিতে বোমাবর্ষণ করা হয়েছে রাত ৩টে ৫৮ মিনিট থেকে ভোর ৪টে পর্যন্ত। মুজাফ্ফারাবাদে বোমাবর্ষণ চলে রাত ৩টে ৪৮ মিনিট থেকে ৩টে ৫৫ মিনিট পর্যন্ত।  ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে এই সেনা অভিযান নিয়ে সবিস্তার রিপোর্ট দিয়েছেন। তারা  গোটা পরিস্থিতি নিয়ে  মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন। বায়ুসেনার তরফে এখন পর্যন্ত সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।

তবে এই অভিযানের পর আন্তর্জাতিক সীমান্তে  হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই অভিযানের পর ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী লিখেছেন, ভারতীয় বায়ুসেনার পাইলটদের সেলাম জানাই। ভারতীয় বাগুৃসেনার অভিযানকে কুর্নিশ জানিয়ে বিবৃতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখরা।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রয়ারি পুলওয়ামাতে আধা সেনা সিআরপিএফের একটি কনভয়ে আত্মঘাতী জঙ্গী হামলা চালিয়েছিল জইশ ই আহমেদ। এই হামলায় ৪৯ জন আধা সেনা জওয়ান নিহত হয়েছিলেন। এর পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, প্রত্যাঘাতের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।  তার পরই পুলওয়ামার ঘটনার ১২ দিনের মাথায় এই বিমান অভিযান।

বাংলা৭১নিউজ/এসই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com