বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা হাসান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের রেকর্ড গড়লেন অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের দ্রততম ফিফটি করলেন জস বাটলার। ঝড় তুললেন এউইন মরগানও। হাসল জো রুটের ব্যাটও।

তাদের ব্যাটে চড়ে কাল ট্রেন্ট ব্রিজে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৫০ ওভারে ৩ উইকেটে তুলল ৪৪৪ রান, ওয়ানডেতে যা দলীয় সর্বোচ্চ রান। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রান করে এতদিন রেকর্ডটির মালিক ছিল শ্রীলঙ্কা।

জিততে হলে পাকিস্তানকেও গড়তে হতো বিশ্ব রেকর্ড। তবে পাকিস্তান অলআউট ২৭৫ রানে। ইংল্যান্ডের জয় ১৬৯ রানের। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। পাকিস্তানের বোলারদের নাজেহাল করে ইংল্যান্ড যে বিশ্ব রেকর্ড গড়বে, সেটি বোঝা যায়নি প্রথম ২০ ওভারেও। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ১২৩। হেলস ফিফটি করেছিলেন ৫৫ বলে। পরের ২৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে ১৫০ পর্যন্ত যেতে খেলেছেন মাত্র ২৭ বল।

হেলস যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটাই না ভেঙে যায়! তবে বিশ্ব রেকর্ডটা গড়তে পারেননি। গড়েছেন ইংলিশ রেকর্ড। ইংল্যান্ডের হয়ে আগের ব্যক্তিগত সর্বোচ্চ রবিন স্মিথের ১৬৭ রানের রেকর্ড ভেঙে হেলস ফিরলেন ১৭১ রানে। ১২২ বলের ইনিংসে ২২ চার ও ৪ ছক্কা। দ্বিতীয় উইকেটে হেলসের সঙ্গে ২৪৮ রানের জুটি গড়া রুট ৮৬ বলে করেছেন ৮৫।

হেলসের পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাটলার ও মরগান। বাটলার ফিফটি করেছেন ২২ বলে, ইংলিশ ব্যাটসম্যানের যা দ্রুততম। শেষ পর্যন্ত তিনি ৫১ বলে করেছেন অপরাজিত ৯০ (৭টি করে চার ও ছক্কা)। অধিনায়ক মরগান ২৭ বলে ৫ ছক্কা আর ২৩ চারে করেছেন অপরাজিত ৫৭।

‘সেঞ্চুরি’ করেছেন পাকিস্তানের এক বোলারও! তবে সেটি রান দেওয়ার। ১০ ওভারে ১১০ রান দিয়েছেন ওয়াহাব রিয়াজ। এই প্রথম পাকিস্তানের কোনো বোলার রান দেওয়ার সেঞ্চুরি করলেন। আর একটু হলে তো ওয়ানডে ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডই গড়ে ফেলতেন! ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার মিক লুইস দিয়েছিলেন ১১৩ রান। ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড হিসেবে সেটিই টিকে রইল।

রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ২৭৫ রানেই আলআউট হয়ে যায় পাকিস্তান। এগারো নম্বরে নেমে ২৮ বলে ৫৮ করেছেন মোহাম্মদ আমির, যা এগারো নম্বরে নামা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। ৫৮ রান করেছেন শারজিল খানও। সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ৩৮ রান।

ইংল্যান্ডের ছয় বোলারের সবাই উইকেট পেয়েছেন। ৪১ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ক্রিস ওকস। আদিল রশিদ নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকস ও মঈন আলী নিয়েছেন একটি করে উইকেট।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com