গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তারে জড়িয়ে আশাদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে পলাশবাড়ী উপজেলার দিকদারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশাদুল ইসলাম হোসেনপুর ইউনিয়নের দিকদারী গ্রামের মোগলা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু জানান, আশাদুল ইসলাম তার নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ অসাবধানবশত একটি খোলা তার শরীরে জড়িয়ে পড়ে সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এএম