সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনের শিশুপার্ক সংলগ্নস্থানে ছিনতাকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) ভোরে ধোপাদিঘির পাড়স্থ শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ তালুকদার (৩৫) শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের আখালিয়া নতুন বাজারে বসবাসরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাসমান সবজি ব্যবসায়ী গোবিন্দ তালুকদার বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজি আড়ত থেকে সবজি আনতে যাওয়ার পথে ধোপাদিঘির পাড়ের শিশু পার্কের সামনে ছিনতাইকারী খপ্পরে পড়েন।
এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ দাস বলেন, আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। সবজি ব্যবসায়ীকে হত্যাকারী যে বা যারাই হোক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। খুনিদের শনাক্তে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। কোন অবস্থাতেই অপরাধীরা পার পাবে না।
বাংলা৭১নিউজ/একেএম