পদ্মা সেতু ভ্রমণে চালু করা হলো বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটক বাস। গতকাল শুক্রবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ঢাকার আগারগাঁও পর্যটন করপোরেশনের কার্যালয়ে এই ভ্রমণ বাসের উদ্বোধন করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভ্রমণ ও রেন্ট এ কারের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম জানান, উদ্বোধনের পরই বিকেল ৪টায় দুটি ২৯ আসনের কোস্টার ও একটি মাইক্রোবাস পর্যটকদের নিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে রওনা দেয়।
এ সময় পর্যটকরা দিনের আলোয় পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙায় যায়। সেখানে উড়ন্ত সড়ক দেখার পর একটি রেস্টুরেন্টে বিকেলের নাশতা খায়। সন্ধ্যায় আবার পর্যটকদের নিয়ে গাড়িগুলো ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় পর্যটকরা রাতের পদ্মা সেতু দেখে বেশ আনন্দ উপভোগ করে।
তিনি আরো জানান, ৯৯৯ টাকায় পর্যটকরা পদ্মা সেতু দেখার সুযোগ পাচ্ছে। আজ শনিবার আরো দুটি বাস যাবে। এ ছাড়া আগামী শুক্রবার ও শনিবার দুটি করে বাস যাবে পর্যটকদের নিয়ে। ঘোষণার কয়েক ঘণ্টার মথ্যেই এসব বাসের আসন বুক হয়ে যায়। বেশ সাড়া পাওয়া যাচ্ছে পর্যটকদের কাছ থেকে।
নজরুল ইসলাম বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু দেখতে মানুষের মাঝে যে কত আগ্রহ তা এই বুকিং থেকেই বোঝা যায়। আমাদের এ ভ্রমণসেবা অব্যাহত থাকবে। যত দিন পর্যটকদের কাছে পদ্মা সেতু ভ্রমণের আগ্রহ থাকবে, তত দিন আমরা এ ভ্রমণসেবা চালু রাখব। ’
বাংলা৭১নিউজ/এসএইচ