বাংলা৭১নিউজ, ঢাকা: পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আজ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক বাস্তবায়ন কাজ ৩৭ শতাংশ শেষ হয়েছে। এ পর্যন্ত ২৬টি পাইলের কাজ শেষ হয়েছে। গতকাল থেকে জাজিরা প্রান্তে ভায়াডাক্ট পাইলের কাজও শুরু হয়েছে।
আজ বিকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সেতুর সুপার স্ট্রাকচারের প্রথম স্প্যান চীন থেকে মংলা বন্দর হয়ে মাওয়ায় পৌঁছেছে। ল্যাব টেস্টসহ অন্যান্য টেস্ট শেষ করার পর আগামী ডিসেম্বর পিলারের উপর স্প্যান স্থাপনের কাজ শুরু হবে।
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সুপার স্ট্রাকচারে মোট ৪১টি স্প্যান থাকবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং আনুমানিক ওজন ২ হাজার ৯শ টন।
ওবায়দুল কাদের বলেন, প্রথমে স্টিলের কাঠামোগুলো চীনে তৈরি করা হয়েছে। এরপর মংলা বন্দর থেকে ছোট জাহাজে করে সেগুলো মাওয়ার নির্মাণ মাঠে আনা হয়। এগুলো আজই এসে পৌঁছেছে।
তিনি বলেন, পদ্মা সেতুর একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। দুই পিলারের মাঝখানের ফাঁকা জায়গাকে স্প্যান বলে। পুরো পদ্মা সেতুতে এ রকম ৪১টি স্প্যান হবে। মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
বাংলা৭১নিউজ/সিএইস