রাজবাড়ীতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ডান তীর প্রতিরক্ষা বাঁধের কয়েকশ মিটার এলাকা। ভাঙনের হুমকিতে রয়েছে স্থায়ী শহর রক্ষাকারী বাঁধসহ নদী পাড়ের প্রায় ২০টি আধা-পাকা বসতবাড়ি। ভাঙন আতঙ্কে সরিয়ে নেয়া হচ্ছে এসব বাড়িঘর।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় গোদার বাজারের সিলিমপুর সিমেন্ট ঘাট এলাকায় শুরু হয় ভাঙন। ভাঙন রোধে জরুরিভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় বাসিন্দা মতিন জানান, সন্ধ্যার আগে হঠাৎ করে গোদার বাজারের সিলিমপুর এলাকার বাঁধে ভাঙন শুরু হয়। এতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আলম ব্যাপারি, আয়নাল শিকদারসহ কয়েকজন বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিতে শুরু করেন। নদী তীরবর্তী অনেক বাসিন্দা তাদের মালামাল আসবাবপত্র সরিয়ে নিতে শুরু করেন। নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র ১০ মিটারের মতো। বাঁধসহ প্রায় ২০টি বাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় মো. রফিক ব্যাপারি জানান, তার বাড়ির পেছনেই ভাঙন শুরু হয়েছে। অনেক টাকা খরচ করে নতুন বাড়ি করছেন তিনি। এখনো শেষ হয়নি কাজ। কিন্তু যেভাবে নদী ভাঙছে তাতে বাড়ি টিকবে কি না সে চিন্তায় আছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড সব ধরনের চেষ্টা করছে। ফেলা হচ্ছে জিও ব্যাগ। শনিবার (২ অক্টোবর) সকাল থেকে কাজের গতি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।