বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৬৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে উপজেলার নিশানবাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
আটককরা হল- বাবুল মৃধা (৪৫) ও তার স্ত্রী মোসা. হাসিনা বেগম (২২), তাদের সহযোগী মো. ইউসুফ আলী (২৭), মো. সালাম (২৭), মো. নূর আলম (২৬), মো. ইউছুফ (২৬), শাহজাদা (২৪), মো. জামাল (২৪)।
এদের মধ্যে হাসিনা বেগমের বাড়ি মিয়ানমার এলাকায় বলে র্যাবের কাছে সে স্বীকার করেছে। পরে তাদের দেয়া তথ্যমতে একটি মাছ ধরা ট্রলার ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন জানান, আটককৃতদের মধ্যে বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা টেকনাফ ও কক্সবাজার থেকে মাছ ধরার ট্রলার ব্যবহার করে বড় বড় ইয়াবা চালান নিয়ে আসে এবং পটুয়াখালীতে সরবরাহ করে থাকে।
আসামি বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। আটককৃত আসমিদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। আসামিদের দুজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এবং বাকি ৬ জনের বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।
বাংলা৭১নিউজ/এফএস