বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে এইচ এসসি সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৩৫জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কার। জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪৪ টি কেন্দ্রে মোট ১৪,২৪৮জন পরীক্ষার্থীর মধ্যে ১৪,০১৩জন অংশগ্রহন করে। অনুপস্থিত রয়েছে ২৩৫জন। জেলার গলাচিপা ডিগ্রি কলেজে নকল করার অভিযোগে এইচএসসি(বিএম) একজনকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষে দায়িত্বরত সহকারী অফিসার মাকসুদ আহমেদ নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪৪টি কেন্দ্রে ১৪,২৪৮জন পরীক্ষার্থীর মধ্যে ১৪,০১৩জন অংশগ্রহন করে। এর মধ্যে এইচএসসি ৯,৯৫৭জনের মধ্যে অনুপস্থিত রয়েছে ১২৬জন, আলিম ২,০১২জনের মধ্যে অনুপস্থিত ৬০জন এবং এইচএসসি(বিএম) ২,২৭৯জনের মধ্যে ৪৯জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। জেলার সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিস্ট সূত্র জানায়।
বাংলা৭১নিউজ/জেএস