পটুয়াখালী-ডিএমপিসহ বিভিন্ন থানায় হাফ ডজন মামলার পলাতক আসামি ডাকাত দলের সদস্য ওমর ফারুক প্যাদা (৩৩) কে গ্রেফতার কেরেছে সদর থানা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর দক্ষিণ বাদুরা গ্রামের আনোয়ার হোসেন প্যাদার পুত্র গ্রেফতার ওমর ফারুক ডাকাত সদস্য।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতার আসামি ওমর ফারুক প্যাদার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানা, ডিএমপি ওয়ারী থানা, টাঙ্গাইল সদর থানা ও বিএমপি বন্দর থানায় মামলা রয়েছে। এছাড়া দু’টি মামলায় সে মুলতবি পরোয়ানাভুক্ত আসামি।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে আসছিল। বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ