বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাগপা, সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনপিপি দলের প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এরা হলেন পঞ্চগড়-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার হোসেনের স্ত্রী মোছাঃ নাদিরা আকতার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ কমরেড মোঃ আশরাফুর আলম, জাতীয় পার্টি বোদা উপজেলা শাখার আহবায়ক লুৎফর রহমান রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেবীগঞ্জ উপজেলার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুন হাসান দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ মনোনয়পত্র দাখিল করেছেন। উল্লেখ্য, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং এনপিপি কেন্দ্রীয় নেতা মোঃ ফয়জুল রহমান রিটানিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নিকট পঞ্চগড়-২ আসনের হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস