বাংলা৭১নিউজ,(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের পাঁচ উপজেলায় দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সাথে সাপ্তাহিক হাট বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, করোনা মহামারী মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে পঞ্চগড়ের সব উপজেলাতেই দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেল রেস্তোরায় বসে খাবার খাওয়া যাবে না। তবে খাবার প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। টি স্টল বন্ধ থাকবে। এমনকি এসব স্থানে টিভি ও খেলাধুলার সামগ্রি রাখা যাবে না। সাপ্তাহিক হাট ও পশুর হাটগুলো বন্ধ থাকবে। তবে জনসমাগম পরিহার করে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মনিটোরিং টিম করা হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে সেনাবাহিনী মাঠে নামার পর থেকে রাস্তাঘাট হাট বাজার ক্রমেই ফাঁকা হয়ে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে ১৮ জনকে। বর্তমান হোম কোয়ারিন্টিনে আছেন ৩৫০ জন। আইসোলেশনে রয়েছেন ১ জন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহভাজন হিসেবে যাকে ভর্তি করা হয়েছিল চিকিৎসার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার করোনা সংক্রান্ত পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এফআর