মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই সাবেক সেনা সদস্য হত্যায় ৯ জনের যাবজ্জীবন ইতা‌লি ভিসাপ্রার্থীদের যে বার্তা দি‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ময়মনসিংহে ‘চাঁদাবাজ’ রানাসহ ৬ আ. লীগ নেতা গ্রেপ্তার নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে ছয়দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয় সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার

নৌকায় পাচারের সময় ১২৮ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে নৌকায় পাচারের সময় ১২৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় নৌকার মাঝিসহ দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম বাজার থেকে সরকারি চালসহ তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাউসাম বাজারে খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হকের ব্যক্তিগত কার্যালয় থেকে পাচারের জন্য ভিজিএফের ৩০ কেজির চালের বস্তা মেদিকান্দি খালে নৌকায় তোলা হচ্ছে। এমন খবরে খবরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম অভিযান পরিচালনা করেন। এ সময় নৌকা থেকে ১২৮টি চালের বস্তা উদ্ধার করা হয়।

এ সময় নৌকার মাঝি খারনৈ ইউনিয়নের গজারমাড়ি গ্রামের বাসিন্দা দুদু মিয়ার ছেলে জজ মিয়াকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে দেন। তাকে আটকের পর কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদিকে নৌকায় থাকা আরমান নামের এক যুবককেও আটক করা হয়। তিনি গজারমাড়ি এলাকার দুলাল মিয়ার ছেলে।

আটক নৌকার মাঝি জজমিয়া বলেন, ‘চালগুলো স্থানীয় ব্যবসায়ী আবুল কালামের কাছে বিক্রি করা হয়েছিল। আমাকে নৌকায় করে নিয়ে যেতে বলা হয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, ‘গতকাল সরকারি চাল বিতরণের দায়িত্বে থাকা কর্মকর্তা তরিকুল ইসলামকে নিয়ে চাল স্থানীয়দের মাঝে বিতরণ করেছি। কিছু চাল আজ শুক্রবার বিতরণের কথা রয়েছে। উদ্ধার হওয়া চালগুলো আমার নয়। আমি ষড়যন্ত্রের শিকার।’

ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম  বলেন, ‘সারাদিন চাল বিতরণের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসায় চলে আসি। দুই ট্যাগে ২৮ বস্তা ও এক-দুই বস্তা খোলা অবস্থায় ছিল তা দেখে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আসার পর পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যান চাল বিতরণ করে থাকতে পারে। তবে মাস্টাররোলে স্বাক্ষর করিনি।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘ইউএনওকে নিয়ে সরকারি সিলমোহর যুক্ত ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নৌকার মাঝিসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ইউএনও আবুল হাসেম বলেন, ‘এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লতিফুর রহমান বাদী হয়ে চেয়ারম্যানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দিয়েছেন।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com