নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাশে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামে সাথী আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামে আরো দুই শিশু আহত হয়েছে।
নিহত শিশুর নাম মো. জিহাদ হোসেন (৯) সে উপজেলার বয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৩ মে) দুপুরের দিকে উপজেলার বয়ারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিষটি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসে। তিনি বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একই বাড়ির শিশু জিহাদ, সাথী ও নাদিয়া স্থানীয় বাজারে যায়। ওই সময় তারা বাজারের কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের শিকার হয়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ