বাংলা৭১নিউজ,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্যার ছেলে ইব্রাহিম (২৬)।
স্থানীয়রা জানায়, ভোরে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে ঢুকলে ঘরে থাকা লোকজন টের পেয়ে তাদের বাধা দেন। বাধা পেয়ে ডাকাতরা সোনিয়া ও ইব্রাহিমকে কুপিয়ে জখম করে। এ সময় ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলা৭১নিউজ/এসন