রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোণার জারিয়া-জাঞ্জাইল পয়েন্টে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার দুর্গাপুরের তিনটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি অবস্থায় রয়েছেন ২০ হাজার মানুষ।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, শনিবার (৫ অক্টোবর) জারিয়া-জাঞ্জাইল পয়েন্টে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ছিল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। জেলার দুর্গাপুরে ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, বৃষ্টি আর উজানের ঢলের কারণে জেলার প্রধান সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। সোমেশ্বরী নদীর দুর্গাপুর পয়েন্টে গতকাল শুক্রবার বিকেল ৬টা থেকে আজ শনিবার বিকাল ৩টা পর্যন্ত ২১ ঘণ্টায় ২ দশমিক ৫ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার শূন্য দশমমিক ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটিতে ঘণ্টায় গড়ে প্রায় ১০ সেন্টিমিটার পানি বেড়েছে।

উপদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে একই সময়ে বেড়েছে ৬১ সেন্টিমিটার। সেখানে পানি বিপৎসীমার শূন্য দশমিক ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কংশ নদের পানিও বন্যার শঙ্কা জাগিয়ে বেড়েছে সমানতালে। এই নদের পানি জারিয়া-জাঞ্জাইল পয়েন্টে শনিবার বিকেল ৩টা নাগাদ ১ দশমিক ৩৩ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে বিপৎসীমার শূন্য দশমিক ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদের পানি। 

হাওরের মাঝ দিয়ে বয়ে চলা ধনু নদের পানি সামান্য বেড়েছে। খালিয়াজুরী পয়েন্টে এই নদের পানি একই সময়ে বেড়েছে ৫ সেন্টিমিটার। সেখানে পানি বিপৎসীমার ২ দশমিক শূন্য ৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃষ্টি ও উজানের ঢলের পানিতে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া, গাওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নের ১৫টি গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার বলেন, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এদিকে, আজ বিকেলে দুর্গাপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসক বনানী বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরে তিনি ইউনিয়নটির রামবাড়ি গ্রামে শতাধিক মানুষের মধ্যে শুকনো খাবার, চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, প্লাবিত এলাকার দুর্ভোগে মধ্যে থাকা মানুষের পাশে প্রশাসন আছে। তাদের খাদ্য সরবরাহ থেকে সব ধরণের সহায়তা দিতে শুরু করেছে প্রশাসন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com