বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত ২০২৭ থেকে ২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ : মমতা রাজনৈতিক দল গঠনের পর নিজস্ব কার্যক্রমে ফিরবে জাতীয় নাগরিক কমিটি ‘ইটভাটা বন্ধ করতে হলে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে’ যেকোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান ভিকির সিনেমা চলাকালীন পর্দায় অগ্নিকাণ্ড, প্রেক্ষাগৃহে হুড়োহুড়ি প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমা‌রে : ফিলিপ্পো গ্রান্ডি বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের পাওনা পরিশোধ শুরু ৯ মার্চ ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার সুলভ ও বিনামূল্যের খাদ্যশস্য প্রকৃত উপকারভোগীর কাছে বিতরণ করতে হবে ইসরাইল-ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধান হুমকির মুখে: জাতিসংঘ শেখ হাসিনার বহরে হামলা: হাইকোর্টে সাবেক এমপি হাবিব খালাস মাফিয়াচক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন থেকে সরে আসুন সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর বর্ধিত সভায় বিএনপি নেতাদের মিলনমেলা, বক্তব্য রাখবেন খালেদা জিয়া ৬২০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৪ ইসরাইলির লাশ ফেরত দিয়েছে হামাস দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা

নীলফামানীতে পাউবো’র সেচখালে ব্যাপক দূর্নীতি, দুদুকের অভিযান

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

অনিয়ম ও দূর্নীতি জেঁকে বসেছে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো)। দেশের বিভিন্ন জেলায় দূর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

জানা যায়, নীলফামারী জেলার সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেচনালা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। এখানে ১০ কোটি ৬৩ লাখ টাকার কাজ চলমান রয়েছে। নীলফামারী সদর থেকে সৈয়দপুর উপজেলা পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সেচখালের মাটির কাজ ও সিসি লাইনিং এর কাজে এই পরিমান টাকা বরাদ্দ রয়েছে। চলমান কাজটি সম্পন্ন করা নিয়েই রয়েছে ব্যাপক গড়িমসি।

বিগত ২০২২ সালের এপ্রিলে এই কাজের ওয়ার্ক অর্ডার হয় এবং কাজটি শুরু করা হয়। ওই বছর ডিসেম্বরে কাজটি সম্পন্ন করার কথা থাকলেও এই কাজের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। এরপরও কাজটি সম্পন্ন করা সম্ভব নয় বলে জানা গেছে। কাজটি সম্পন্ন করতে আরও ৬ মাসের বেশি সময় চাওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন নীলফামারী জেলার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।

এদিকে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, নীলফামারী জেলার সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেচনালা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। এই অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুর হতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের রেকর্ডপত্র সংগ্রহ করে। এসময় দুদকের এনফোর্সমেন্ট টিমের সাথে একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন।

অভিযোগ সম্বলিত সেচনালা দুদক সরেজমিনে পরিদর্শন করেছে। পরিদর্শনপ্রাপ্ত তথ্যাবলী, নিরপেক্ষ প্রকৌশলীর মতামত ও সংগৃহিত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনান্তে দুদক কমিশন বরাবর এনফোর্সমেন্ট টিম প্রতিবেদন দাখিল করবে।

এ ব্যপারে জানতে চাইলে নীলফামারী জেলার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, দুদক থেকে একটি টিম এসেছিল। তারা নিরপেক্ষ একজন প্রকৌশলীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারা সেচখালের মাটির কাজে এবং সিসি লাইনিংয়ে অনিয়ম দেখতে পায়। তারা এ সংক্রান্ত কিছু কাগজপত্র ও তথ্যাবলি সংগ্রহ করেছে।

বিষয়টি জানতে চাইলে রংপুর যোজেন প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, দুদকের অভিযান সংক্রান্ত কোন খবর তিনি জানেন না। নির্বাহী প্রকৌশলী কিংবা তত্ত্বআবধায়ক প্রকৌশলী তাকে এ ব্যপারে কিছু জানায়নি। কেন বিষয়টি তার কাছে লুকানো হলো- তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com