বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকির মুখে সেনা মোতায়েন করা হয়েছে ভবনটির নিরাপত্তায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে ভবনটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভবনটির নিরাপত্তায় সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে সেনা সদস্যদেরও।
এদিকে আজ রবিবার সকাল আটটা থেকেই শুরু হয়েছে সারা দেশে ভোটগ্রহণ।
আজ রবিবার ইসি জনসংযোগ পরিচালক এসএস আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এবার প্রথমবারের মতো সেনাও মোতায়েন করা হয়েছে।
গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মোবাইলে এসএমএস পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তার প্রেক্ষিতেই এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, র্যাবের তিনটি টিম নির্বাচন ভবনে নিয়োজিত হয়েছে। নিয়োজিত আছে দুটি পেট্রোল ইউনিট। এছাড়া আগারগাঁওয়ে রয়েছে রিজার্ভ ফোর্স। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ও জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তৎপরতা চলমান রেখেছে। আছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা।
ভবনটির আশপাশে সতর্ক অবস্থান নিয়েছেন সেনা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা। নির্বাচন ভবনের আশপাশের ভবনেও রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। এছাড়া আগারগাওঁয়ের সদর কোস্টগার্ড রিজার্ভ রাখা আছে। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ফাইটিং ও রেসকিউ টিমের সদস্যদেরও। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস