সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে ‘শিক্ষার্থীদের পক্ষে ছিলাম বলেই আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি’ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ১১৩ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন কি হয়েছিল পরীমনির সঙ্গে, কেন বেরিয়ে গেলেন? খাস জমির খোঁজে নির্বাচন কমিশন গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যবিশিষ্ট কমিশন গঠন জাল সনদে চাকরি করে সরকারি বেতন তুলছেন নওগাঁর ১০ শিক্ষক কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিলেন বাইডেন জুলাই-আগস্ট গণহত্যা : ১৩ আসামির বিরুদ্ধে শুনানি শুরু শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘সিঙ্গেল ইস্যুতে’ সীমাবদ্ধ নয়: প্রণয় ভার্মা

নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা উপহার বিএনপির

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী দলগুলোর প্রধানদের কাছে হরেক রকমের শীতের পিঠা পাঠাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সময়ে হতাশা কাটাতে এই পিঠা ভাগাভাগি করে খাওয়ার উৎসব।

এ ধরনের উৎসবে সরকারবিরোধী দলগুলোর মধ্যে আরও ঐক্য তৈরি হবে বলে মনে করছেন বিএনপির মিত্র দলগুলোর নেতারা।

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৮-১০ রকমের পিঠার বাক্স পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আন্দোলন সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে আমাদের পিঠা দেওয়া হয়েছে। খুব ভালো লাগছে, আমরা খুশি।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে আন্দোলনরত সমমনা জোটসহ নির্বাচন বর্জনকারী ৬২ রাজনৈতিক দলের নেতাদের বাসায় এই পিঠা পাঠানো হচ্ছে। সোমবার ২০টি দলের নেতার বাসায় এবং মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত ২২টি দলের নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সব দলের নেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে তারেক রহমানের দেওয়া শীতকালীন পিঠা। এতে রয়েছে ঝাল পিঠা, পাটি সাপটা পিঠা, পুলি পিঠা, পাকন পিঠাসহ আরও কয়েক রকমের।

এসব পিঠা বিএনপির তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এবং নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামলের নেতৃত্বে মিত্রদলগুলোর প্রধানদের কাছে পাঠানো হচ্ছে।

ইকবাল হাসান শ্যামল বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের উত্তরার বাসায় প্রথম পিঠা নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি আহমদসহ ২০টি দলের সভাপতি, চেয়ারম্যানের কাছে পিঠা পৌঁছে দেওয়া হয়েছে এবং মঙ্গলবার ২০জন নেতার কাছে এই পিঠা পাঠানো হয়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পিঠা পেয়ে নেতারা খুশি হয়েছেন। ভালো লাগা প্রকাশ করেছেন। আমাদেরও তারা আপ্যায়ন করিয়েছেন। কিছুক্ষণ খোশ গল্প করেছি।

সোমবার তারেক রহমানের পক্ষ থেকে শীতের পিঠা পেয়েছেন বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।পিঠা পেয়েছেন জানিয়ে ইরান বলেন, কার্টেসি হিসেবে এটা পাঠিয়েছেন তারা।

শীতকালীন পিঠা রাজনীতিতে নিজেদের সৌহার্দ্য বাড়াতে, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে সাহায্য করবে। এটি একটি রাজনৈতিক দিক। এটি একটি ভালো দিক, নতুনত্ব। সমমনা দলের সঙ্গে পৌষের পিঠা উৎসবেও শরিক হয়েছেন তারা। সেভাবেই দেখছি।

তারেক রহমানের পিঠার বাক্স পেয়ে ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে পিঠা পেয়েছেন। তিনি বলেন পিঠা পেয়েছি। আমার সামনেই টেবিলে আছে। আমার পার্টি অফিসে। বিএনপিকে ধন্যবাদ আমার এবং আমার পরিবারের জন্য পিঠা পাঠিয়েছে।

পিঠা পেয়ে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালোই লাগছে তবে আমাদের গোলটাতো মিস হয়ে গেলো। আমরা যে জন্য আন্দোলন করলাম পনেরো বছর, সেটি তো সাকসেসফুল করতে হবে। এখনও সময় আছে।

কত রকমের পিঠা পেয়েছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখনও খুলিনি। বাসায় নিয়ে খুলবো।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com