‘জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি জাতীয় পার্টি আগামী নির্বাচন থেকে সরে যেতে পারে বলেও তিনি মনে করছেন।’ গণমাধ্যমে এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, এ বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নাই। আর আমাদের বিশ্বাস করবেন কি না, করেন কি না, সেটা উনার বিষয়। এ বিষয়ে আমাদের কোনো কমেন্টস নাই।
চুন্নু আরও বলেছেন, জাতীয় পার্টি নির্বাচন করার জন্য আসছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসে নাই।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকের এ কথা বলেন চুন্নু।
জাতীয় পার্টি ইসি ও সরকারের কাছে শুধু ভোটের সুষ্ঠু পরিবেশ চেয়েছে জানিয়ে তিনি বলেন, এটাই আমাদের মেইন দাবি। এটুকু হলেই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।
চুন্নু বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে আমার নেতাকর্মীদের এলাকায় কারও কাছে ভোট চাওয়া, জনসংযোগ-প্রচার করতে মানা করেছি। প্রার্থীরা এলাকায় আছে। জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। সাংগঠনিক কাজকর্ম করে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ