বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ বুধবার।
কিন্তু এদিন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব–উন নবী খান সোহেল মনোনয়নপত্র জমা দেননি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে নিজে এবং ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন। মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৫ আসন এবং ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন কেনেন হাবিব–উন–নবী খান সোহেল।
শায়রুল কবির বলেন, কিন্তু তিনজনের কেউই আজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি। তিনি কোনো কারণ জানাতে পারেননি।
তবে আবদুল আউয়াল মিন্টু গতকালই গণমাধ্যমকে বলেছিলেন, নির্বাচন করবেন না। বিএনপির রাজনীতির সাথে থাকতে চান।
সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৫ ও হাবিব–উন–নবী খান সোহেল ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন করতে চেয়েছিলেন। কিন্তু তাদের পছন্দমতো আসন না পাওয়ায় তারা আজ মনোনয়নপত্র জমা দেননি বলে ওই সূত্রটি দাবি করেছে।
প্রসঙ্গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হাবিব– উন–নবী খান সোহেল। সেই থেকে তিনি কারাগারে আছেন। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস