শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

নির্বাচনী সহিংসতায় আরও ৬ জনের মৃত্যু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ মে, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে শতাধিক লোক।

এর মধ্যে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে তিনজন এবং কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় এবং নরসিংদীর রায়পুরায় দুই আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। এছাড়া ঠাকুরগাঁওয়ে গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

সুশাসনের জন্য নাগিরক (সুজন) জানিয়েছে, এর আগে তিন দফা নির্বাচনে অন্তত ৭১ জন নিহত হয়েছেন-যাদের ৩৬ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী।

বাগমারায় নিহত ৩
নির্বাচনী পরবর্তী সহিংসতায় রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ মনোনীত ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

শনিবার চতুর্থ ধাপের নির্বাচন শেষে বাঘমারার হাটগাঙ্গোপাড়া ইউনিয়নের আউশপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- জহিরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

বিকেল সাড়ে ৫টার দিকে স্থগিত হওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বেলা ১১টার দিকে আউচপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জান মোহাম্মদের লোকজন হাটগাঙ্গোপাড়ায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) প্রার্থী শহিদুজ্জামান শহীদের বাড়িতে হামলা চালায়।

এ সময় শহীদের লোকজন হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। দিনভর থেমে থেমে চলে এ সংঘর্ষ। এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে রাবার বুলেট নিক্ষেপ করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কুমিল্লায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট কেন্দ্রের সামনে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীসহ ছয়জন আহত হয়েছে।

শনিবার ভোট শুরুর পর পর মাধবপুর ইউনিয়নের চানলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্র ইনচার্জ এসআই হুমায়ুন কবীর।

নিহত যুবকের নাম তাপসচন্দ্র দাস (২৩) বলে জানালে ও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই হুমায়ুন বলেন, কেন্দ্রে আসার পথে ওই যুবকের উপর হামলা হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ফরিদউদ্দিনসহ ছয় জন আহত হয়েছেন।

ওই যুবক আওয়ামী লীগ প্রার্থীর কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নরসিংদীতে আ.লীগ কর্মী খুন
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে।

সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন চলাকালিন রায়পুরা উপজেলার শ্রীনগর রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৫ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরা থানা পুলিশ জানায়, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ মোর্শেদ খান রাসেল ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আযান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক সুমন হোসেন নামে এক যুবককে কিরিস দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন টেঁটাবিদ্ধ হন।

আহতদের সবাইকে নরসিংদী হাসপাতালে ভর্তি করা হয়। সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। নিহত সুমন বিদ্রোহী প্রার্থী আযান চৌধুরীর ভাগিনা।

পুলিশ জানায়, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেন তারা।

ঠাকুরগাঁওয়ে গুলিতে যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে মাহাবুব হোসেন পল্টু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় দুইজন গুলিবিদ্ধসহ আরো ছয়জন আহত হন। এদের মধ্যে নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা আশংকাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে ঐ কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

তবে স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ গুলি ছুড়লে একজনের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনার পর ঐ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com