শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইবেরিয়ার রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪ লক্ষ্মীপুরে হিফজুল কোরআন সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন ৪০ জন হাফেজ নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : আসিফ মাহমুদ কোটি টাকার জমি অস্বীকার করলেন সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী আফগানিস্তান সিরিজ খেলতে সন্ধ্যায় দেশ ছাড়ছে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা বাংলাদেশি আইনজীবীর স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দুই শতাধিক জাতীয় পার্টি অফিসের সামনে পুলিশের কড়া পাহারা হাওড়ায় আতশবাজির আগুনে প্রাণ গেলো তিন শিশুর নতুন স্বপ্ন কমলার, পুরনো প্রতিশ্রুতিতে ট্রাম্প ছিনতাই-ডাকাতি-খুন বেশি ঢাকার যে এলাকায় ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব শফিকুল আলম জন্মনিবন্ধন ও নাগরিক সনদে কিউআর কোড চায় ইসি চাঁদা না পেয়ে বিএনপি নেতাসহ ৫ জনকে কুপিয়ে হত্যা চেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার বিকল্প নেই সাফ চ্যাম্পিয়নদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ইসরায়েলের অভিযান : গাজায় একদিনে ৫০ শিশুসহ নিহত ৮৪ ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

নিবন্ধন পাচ্ছে তৃণমূল বিএনপি, প্রতীক হবে সোনালি আঁশ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হবে। তাদের প্রতীক হবে সোনালি আঁশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপিকে উচ্চ আদালতের আদেশের প্রেক্ষাপটে নিবন্ধন দিতে হচ্ছে। শিগগিরই তাদের অনুকূলে নিবন্ধন দেওয়া হবে। আপিলেড ডিভিশন থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই।

এ সময় সাংবাদিকরা জানতে চান যে, একই ধরনের নামে একাধিক দলকে নিবন্ধন দিলে কোনো সমস্যা হবে কি না? জবাবে তিনি বলেন, সমস্যা হবে না। কারণ, দল তো দুইটা। তাছাড়া এ রকম আরও অনেক দল আছে। উদাহরণ হিসেবে বলা যায় ‘জাসদ’।

নির্বাচন কমিশনার বলেন, এখানে আমাদের কিছু বলার কিংবা করার নেই। সর্বোচ্চ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে। আদালতের নির্দেশ আমরা মানতে বাধ্য। সর্বোচ্চ আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। তাদের প্রতীক হবে সোনালি আঁশ। আদালতের নির্দেশের পর মাঠের হিসাব দেখার সুযোগ আমাদের নেই।

যাচাই-বাছাই না করে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া প্রশ্নে তিনি বলেন, যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়ার ক্ষমতা আমাদের। তবে আদালতের নির্দেশনা মানতেও আমরা বাধ্য। আদালতের নির্দেশের পর এখানে যাচাই করার প্রয়োজন নেই। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত দিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com