ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিথিয়া মেনন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘সেভেন ও’ক্লক’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। পরবর্তীতে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিছু দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, তামিল সিনেমার এক অভিনেতা তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন।
বিষয়টি নিয়ে টানা আলোচনা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন নিথিয়া মেনন। অবশেষে নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে নীরবতা ভাঙলেন তিনি। এ অভিনেত্রীর ভাষায়— ‘কেউ কীভাবে বলতে পারে, আমাকে কেউ হেনস্তা করেছে? আমার মনে হয়েছে, এটি নিয়ে কথা বলা প্রয়োজন। সত্যি আমি দায়বোধে বিশ্বাস করি। মানুষ যখন খারাপ আচরণ করবে, তখন আপনার তার দিকে আঙুল তুলতে হবে; আমি তাদের মুখোমুখি হতে চাই।’
আপনাকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ কিংবা গুজব উড়লে তা আপনি কীভাবে সামাল দেন? এ প্রশ্নের উত্তরে নিথিয়া মেনন বলেন, ‘কোনো কিছুর প্রভাব আপনার উপর পড়তে না দেওয়ার ধারণা কাজে লাগাতে হবে। আপনাকে খুব আধ্যাত্মিক হতে হবে। অন্যথায় আপনি খুব বিরক্ত হয়ে পড়বেন। এসব বিষয় নিয়ে আপনি বিপর্যস্ত হলে চলবে না। আমার স্বাস্থ্য আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি মন খারাপ করি না। কারণ কোনো এক ব্যক্তি জ্ঞানহীনভাবে আপনাকে নিয়ে কিছু একটা করেছে!’
১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন নিথিয়া মেনন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘সেভেন ও ক্লক’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘উস্তাদ হোটেল’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘হানড্রেড ডেজ অব লাভ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। এ পর্যন্ত নিথিয়া অভিনীত ৫৮টি সিনেমা মুক্তি পেয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ