বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজের দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ট্রাম্পের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৪২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও নিজের দল রিপাবলিকানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নারীদের নিয়ে ট্রাম্পের একের পর এক অশ্লীল টেপ ও কেলেংকারি ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে দলের অধিকাংশ নেতাই তাদের সমর্থন প্রত্যাহার করেছেন। এখন ঘরে-বাইরে দু’জায়গায় একাই লড়াই চালাতে হচ্ছে নিউইয়র্কের এ ধনকুবেরকে। খবর ওয়াশিংটন পোস্টের।

দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে নোংরা কাদা ছোড়াছুড়ির পর ট্রাম্পের জনসমর্থন ব্যাপকভাবে কমে যায়। এর মধ্যে আরও দুই নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। সব মিলিয়ে ক্ষ্যাপাটে হয়ে উঠেছেন এ রিপাবলিকান প্রার্থী। বুধবার নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘সবাই এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

শুক্রবার ট্রাম্পের রেকর্ডিং প্রকাশের পর রিপাবলিকান পার্টির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ তার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। অবশ্য এ নিয়েও ট্রাম্প ঝাঁজালো মন্তব্য করেছেন- ‘তারা অবাধ্য।’ কংগ্রেসের হাউস স্পিকার পল রায়ানকে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, ‘তিনি দুর্বল ও অকার্যকর নেতা।’

বুধবার ফ্লোরিডার ওকালায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমার বিরুদ্ধে সবাই মিলে বিরাট ষড়যন্ত্র পাকাচ্ছে। আমি সেটা বের করার চেষ্টা করছি। সবসময়ই আমি এসব বুঝতে পারি।’ একইদিনে লেকল্যান্ডে এক সমাবেশে হিলারিকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি মনে করি না হিলারি স্মার্ট! বিতর্কে দেখেননি কেমন বাজে আচরণ করেছে! আমি তো ভেবেছিলাম সে ভয়ানক হয়ে উঠেছে।’

এদিকে মঙ্গল ও বুধবার হিলারিকে ব্যক্তিগত আক্রমণ করে দুটো বিজ্ঞাপন ছেড়েছেন ট্রাম্প। প্রথম বিজ্ঞাপনে দেখানো হয়েছে, হিলারি নিউমোনিয়া আক্রান্ত হয়ে কাশতে কাশতে পড়ে যাচ্ছেন। এর মাধ্যমে হিলারিকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে শারীরিকভাবে অযোগ্য প্রমাণ করতে চেয়েছেন তিনি। আরেকটি বিজ্ঞাপনে দেখা যায়, হিলারি কেবল ক্ষমতা, অর্থ আর ভোগবিলাসের প্রতি মনোযোগী।

অন্যদিকে, ডেমোক্রেট দলের নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটন বলেন, এবার বেশিসংখ্যক আমেরিকান ভোট দিতে আগ্রহী। আপনার অন্ধকার আর বিভেদকে প্রত্যাখ্যান করুন। বিদ্বেষ প্রচারকদের থেকে দূরে থাকুন।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com